নাহিদের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন সাইফ

১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ PM
সাইফ হাসান ও নাহিদ রানা

সাইফ হাসান ও নাহিদ রানা © সংগৃহীত

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের পেসার নাহিদ রানা। ম্যাচের প্রথম দিন আচরণবিধি ভঙের দায়ে খেলা শেষ হওয়ার আগেই জরিমানা গুনতে হচ্ছে তাকে। তার ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

প্রতিপক্ষের অভিষিক্ত ব্যাটার ক্যাড কারমাইকেলের শরীর লক্ষ্য করে থ্রো করার ঘটনায় আইসিসি একে ‘লেভেল-১ অপরাধ’ হিসেবে ঘোষণা করেছে।

এদিকে, এই শাস্তির রেশ কাটতে না কাটতেই নাহিদের জন্য এলো আরেকটি হতাশার খবর। আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য নাম নিবন্ধন করলেও তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা, একই সময়ে ঘরোয়া আসর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তার খেলা রয়েছে।

তবে সুখবর পেয়েছেন ওপেনার সাইফ হাসান। এনওসি পাওয়ায় আবুধাবি টি-টেন লিগে অংশ নিতে পারবেন তিনি, তবে পুরো টুর্নামেন্টে নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগপর্যন্ত খেলার অনুমতি মিলেছে তার।

টি-টেন লিগে এস্পিন স্ট্যালিয়ন্স দলের হয়ে খেলবেন তিনি, আর নাহিদকে ভিস্তা রাইডার্স দলে নিয়েছিল। আবুধাবি টি-টেন লিগ শুরু হবে আগামী ১৮ নভেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫