শান্তর কাঁধেই আস্থা রাখল বিসিবি

০১ নভেম্বর ২০২৫, ০৬:১৭ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

আগামী ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তই টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্ব পাওয়া শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে দল ধারাবাহিক উন্নতি ও প্রতিযোগিতামূলক মানসিকতার পরিচয় দিয়েছে।
 
বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, টেস্ট ক্রিকেটে অসাধারণ ধৈর্য, দায়িত্ববোধ ও খেলায় গভীর উপলব্ধি দেখিয়েছে শান্ত। তার নেতৃত্বে দলের ভেতর আত্মবিশ্বাস ও উন্নতির ধারা স্পষ্ট। আমরা বিশ্বাস করি, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট আরও এগিয়ে যাবে।

অধিনায়ক হিসেবে আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে, তার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমাদের দলে বিপুল সম্ভাবনা ও প্রতিভা রয়েছে, সামনে আমাদের জন্য উত্তেজনাপূর্ণ মৌসুম অপেক্ষা করছে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই নতুন চক্রে গুরুত্বপূর্ণ সময়ের সূচনা হবে।

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫