বাংলাদেশ অধ্যায় শেষ হলো গামিনির

০১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ PM
গামিনী ডি সিলভা

গামিনী ডি সিলভা © সংগৃহীত

গামিনী ডি সিলভার সঙ্গে প্রায় ১৫ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (১ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গামিনী।

যদিও চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন করা হয়েছিল। তবে বোর্ডের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধ করেই সম্পর্কের সমাপ্তি ঘটানো হচ্ছে।

বিসিবির এক কর্মকর্তা জানান, চুক্তি অনুযায়ী মেয়াদপূর্তির আগে চুক্তি বাতিল করলে গামিনীকে দুই মাসের বেতন দিতে হবে। বোর্ড সেই শর্ত মেনে অর্থ পরিশোধের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে।

দীর্ঘদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসেবে কাজ করা গামিনীকে সম্প্রতি রাজশাহীতে বদলি করা হয়েছিল। তবে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংসের ফিরে আসার পর থেকেই গামিনির সঙ্গে বোর্ডের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

গামিনির সঙ্গে মতবিরোধের জেরে বিসিবি ছাড়ার সিদ্ধান্ত নেন টনি হেমিংস। দেশের পিচ সংক্রান্ত সিদ্ধান্তগুলোতে গামিনির একক প্রভাব নিয়ে বোর্ডের ভেতরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।

তার সময়কালে দেশের পিচের ধীরগতি ও নিচু বাউন্স নিয়ে প্রায়ই সমালোচনা হয়েছিল। আন্তর্জাতিক থেকে ঘরোয়া ক্রিকেট; সব পর্যায়েই ক্রিকেটার ও কর্মকর্তাদের পিচের মান নিয়ে অসন্তোষ ছিল। বিসিবির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় একক ভেন্যুর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন গামিনী।

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫