ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা বিসিবির

১৬ অক্টোবর ২০২৫, ০৭:০৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

জাতীয় দলের পর এবার অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজে দেখা হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি অক্টোবরেই বাংলাদেশে আসছে আফগান যুবারা। এই সিরিজকে সামনে রেখে বর্তমানে রাজশাহীতে রয়েছে লাল-সবুজের যুবারা। সেখানেই নিয়মিত অনুশীলন করছে তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম দুই ম্যাচ। আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে শেষ তিন ম্যাচ। 

অবশ্য, এর আগে ২০ অক্টোবর ঢাকায় পা রাখার কথা আফগান যুবাদের। সেদিন ঢাকায় নেমেই বগুড়া চলে যাবে সফরকারীরা। সবমিলিয়ে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সাময় পাবে আফগান যুবারা। 

বগুড়ায় ২৮ অক্টোবর শুরু হবে এই ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ৩১ অক্টোবর গড়াবে। পরদিন রাজশাহী যাবে দল দুটি। সেখানেও একদিন অনুশীলন সারবে দল দুটি। সিরিজের বাকি তিনটি ম্যাচ ৩, ৬ এবং ৯ নভেম্বর রাজশাহী স্টেডিয়ামে গড়াবে। এরপর ১০ নভেম্বর ঢাকা ছেড়ে যাবে আফগানরা।

এর আগে দুবার বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২০১৭ সালে প্রথমবার, সবশেষ ২০২১ সালে এসেছিল তারা।

মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুব এশিয়া কাপও মাঠে গড়াচ্ছে। এরপর আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে যুব বিশ্বকাপের পর্দা উঠবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫