বাড়ছে প্রাইজমানি, জানা গেল বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময়

১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ PM
বিপিএল ট্রফি

বিপিএল ট্রফি © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন নিয়ে নড়েচড়ে বসেন নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের ১২তম আসর আয়োজন করতে চান তারা। 

মূলত ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে জোর চেষ্টা চালাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। বিপিএল আয়োজনে বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। অবশ্য, এখনও তাদের কোনো অগ্রগতিই চোখে পড়েনি।

জানা গেছে, বিপিএলের সঙ্গে আপাতত তিন বছরের চুক্তি সেরেছে আইএমজি। আর আগামী আসরসহ পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকার দেবে বিসিবি। যেখানে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হলে আগামী ১৭ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট হতে পারে। এছাড়া আসন্ন বিপিএল আসরে ফ্র্যাঞ্চাইজি ফি ২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে টিভি সম্প্রচার স্বত্ব, গ্রাউন্ডস স্বত্ব, টিকিট বিক্রির লভ্যাংশ থেকেও রাজস্ব (রেভিনিউ) দেওয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন প্রাইজমানি ২ কোটি ৭৫ লাখ টাকা এবং রানার্সআপ প্রাইজমানি ১ কোটি ৭৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে প্লে-অফের ৪ দলকে ৫৫ লাখ টাকা করে এবং আর বাকি তিন দলকে ৪৫ লাখ টাকা করে দেওয়া হবে। গত বিপিএলে চ্যাম্পিয়ন দল আড়াই কোটি এবং রানার্সআপ দল দেড় কোটি টাকা পুরস্কার পেয়েছিল।

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫