এবার সেঞ্চুরি পেলেন মুশফিক, চালকের আসনে বাংলাদেশ

১৭ জুন ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২৮ PM
শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুলি হাঁকান অভিজ্ঞ কিপার ও ব্যাটার মুশফিকুর রহিম

শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুলি হাঁকান অভিজ্ঞ কিপার ও ব্যাটার মুশফিকুর রহিম © সংগৃহীত

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে অসাধারণ ও দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন অভিজ্ঞ কিপার ও ব্যাটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বোলারদের দেখে-শুনে খেলে মাত্র ৫ চারে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার। টেস্টে ক্যারিয়ারে এটি তার দ্বাদশ শতক। এর আগে সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান। যার ফলে সহজেই বলা যায়, এখন চালকের আসনে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৭ জুন) শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে বাংলাদেশের শুরু ছিল নড়বড়ে। পঞ্চম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন ১০ বলে কোনো রান না করা এনামুল হক বিজয়। দলের স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! এরপর প্রতিরোধ গড়েছিলেন আরেক ওপেনার সাদমান ইসলাম আর মুমিনুল হক। পঞ্চদশ ওভারে সাদমানকে (১৪) ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন অভিষিক্ত থারিন্দু রত্নায়েক।

সিরিজে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম সেশনটি আসলে দুই দলেরই। শূন্য রানে আউট হওয়া ওপেনার এনামুলকে ৫ম ওভারে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৩৪ রানের জুটি গড়েন মুমিনুল ও সাদমান। কিন্তু ৮ বলের মধ্যে অভিষিক্ত থারিন্দু রত্নায়েকের বলে দুজনকেই হারায় বাংলাদেশ। ১৪ রানে আউট হন সাদমান। মুমিনুল আউট হন ২৯ রানে। এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেছেন দুই অভিজ্ঞ নাজমুল ও মুশফিক। তারপর যেন ছুটছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন, তখন বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৪৫ রান। উইকেটে এসে মুশফিক ঠেকিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার তারিন্দু রত্নায়েকের হ্যাটট্রিক। যেখানে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন রত্নায়েকে। ধীরেসুস্থে এগোতে থাকা মুশফিক ২৮তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন ৮৪ বলে। গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রান করেছিলেন মুশফিকুর রহিম। এরপর খেলা ৭ টেস্টের ১৩ ইনিংসে ফিফটিও পাননি মুশফিক। এই ১৩ ইনিংসে তার সর্বোচ্চ ছিল ৪০। গল টেস্টে ফিফটি করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন মুশফিক। তারপর টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পেয়ে যান।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫