হাসিনাকে নিয়ে স্নিগ্ধের দেওয়া স্ট্যাটাস শেয়ার করে যা বললেন শাওন

১২ নভেম্বর ২০২৫, ০৩:২৯ PM
মেহের আফরোজ শাওন ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ

মেহের আফরোজ শাওন ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © টিডিসি সম্পাদিত

সম্প্রতি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরেই আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। বিষয়টির ব্যাখ্যা দিতে মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন স্নিগ্ধ। তার এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘অন্যের দ্বারা লেখা স্ক্রিপ্ট’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। 

স্নিগ্ধের দেওয়া স্ট্যাটাস শেয়ার করে শাওন লেখেন, ‘আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতি দ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দিন প্লিজ। এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল‍্যাট’ এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে।’

এর আগে, স্নিগ্ধ তার স্ট্যাটাসে লেখেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের।

তিনি লেখেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন— তা কেবল ঘৃণা থেকেই আসে।

তিনি আরও লেখেন, ‘এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।’

ঝালকাঠি–২ আসনে মনোনয়ন দাখিলের সময় দুইজন আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫