১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিল বিএসএফ

৩১ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ AM
১৯ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে বিএসএফ

১৯ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে বিএসএফ © সংগৃহীত

বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ১৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: বিএনপি কর্মীর বাড়ি থেকে ১১টি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

বিজিবি সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এসব বাংলাদেশি নাগরিক। পরবর্তীতে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।

এরপর গত ২৫ অক্টোবর বিএসএফ এসব বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবিকে অবহিত করে। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্ত এলাকায় আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজিবির মাধ্যমে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

 

জবির প্রথম ছাত্র সংসদ নির্বাচন আজ, ১৭৮ বুথে হবে ভোটগ্রহণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
৬ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার থেকে রাত ২টায় বের হলেন তারেক র…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী
  • ২৯ ডিসেম্বর ২০২৫
দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫