ফেনীতে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

২৫ অক্টোবর ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০২:৩৬ PM
বিজিবির প্রেস ব্রিফিং

বিজিবির প্রেস ব্রিফিং © টিডিসি ফটো

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ৪ বিজিবি হেড কোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গতকাল (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি সদস্যরা চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় সম্পদ সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০ দশমিক ০৯ কিলোমিটার এলাকা বিস্তৃত। এ এলাকায় বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনে ১৭টি বিওপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করবে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার, সম্ভাব্য স্থান নির্ধারণ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচনে কোনো আসনেই কখনো পরাজিত হননি খালেদা জিয়া
  • ২৯ ডিসেম্বর ২০২৫