সেন্টমার্টিনগামী নৌযানে অগ্নিকাণ্ডের পর কক্সবাজার জেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা নির্দেশনা

২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ PM
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা © টিডিসি

সেন্টমার্টিনগামী পর্যটকদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কক্সবাজার জেলা প্রশাসন কঠোর ও তাৎক্ষণিক একাধিক সিদ্ধান্ত নিয়েছে। নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার পর নৌযানের ফিটনেস, যান্ত্রিক অবস্থা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থায় বিশেষ তদারকি জোরদার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সংস্থার সমন্বয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবারসকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় ঘাটে নোঙর করা অবস্থায় যাত্রী তোলার আগ মুহূর্তে ‘দি আটলান্টিক ক্রুজ’ নামীয় একটি জাহাজে হঠাৎ আগুন লাগে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে জাহাজটির একজন কর্মচারী গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজারের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ দুর্ঘটনার প্রেক্ষাপটে আজ সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে একটি জরুরি সমন্বয় সভা আহ্বান করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জাহাজ মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসেবে আজ (২৭ ডিসেম্বর) রাতের মধ্যেই সেন্টমার্টিনগামী সকল যাত্রীবাহী জাহাজের ফিটনেস, যান্ত্রিক অবস্থা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা পুনরায় কঠোরভাবে পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে নৌপরিবহন অধিদপ্তর, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, শুধু অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ জাহাজগুলোই আগামীকাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ বা সাময়িকভাবে যাত্রা বাতিল হওয়া জাহাজগুলোর যাত্রীদের ভোগান্তি লাঘবে জেলা প্রশাসনের অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয়ের মাধ্যমে যাত্রার ব্যবস্থা করা হবে।

এ ছাড়া ভবিষ্যতে প্রতিটি যাত্রীবাহী জাহাজে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্র, প্রশিক্ষিত ক্রু, জরুরি নির্গমন ব্যবস্থা এবং যাত্রীদের জন্য নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন রোধে নিয়মিত তদারকি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেন্টমার্টিনগামী নৌপথে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অবহেলা বা অনিয়মের বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫