রাজবাড়ীতে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে জরিমানা

২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ PM
জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে

জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে © টিডিসি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমতলা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার দুপুরে উপজেলার আমতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। 

অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনটি মামলা করা হয়। এ সময় হাসান মোল্লা, রাসেল শেখ ও তৌহিদ বিশ্বাসকে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত ২ লাখ টাকা জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন, ২০১০-এর ৭(ক) ধারা ভঙ্গের অপরাধে ১৫(১) ধারায় দণ্ডিত হন। কেউ নিজের ইচ্ছামত যত্রতত্র মাটি কাটতে পারবে না। মাটি কাটতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে অন্যথায় আইনের আওতায় আনা হবে।

পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫