ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বাচ্চু

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
আখতারুজ্জামান বাচ্চু

আখতারুজ্জামান বাচ্চু © সংগৃহীত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি গফরগাঁও আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ প্রার্থিতা নিশ্চিত করা হয়।

দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে জড়িত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে আখতারুজ্জামান বাচ্চু প্রার্থী হিসেবে দলীয় আস্থা অর্জন করেছেন।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাচ্চু বলেন, ‘গফরগাঁওবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। ধানের শীষের বিজয়ের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।’

এ নিয়ে গফরগাঁওয়ে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শিগগিরই নির্বাচনী প্রচারণায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির ইউট্যাব ও জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫