যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী বদল, নেতাকর্মীদের বিক্ষোভ

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ AM
মো. ইকবাল হোসেন ও ফতি রশীদ বিন ওয়াক্কাস

মো. ইকবাল হোসেন ও ফতি রশীদ বিন ওয়াক্কাস © সংগৃহীত

যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেনের পরিবর্তে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন জমিয়াত ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে মুফতি রশীদ বিন ওয়াক্কাসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর আগে চলতি মাসের ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ মো. ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছিল। প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর তিনি মনিরামপুর উপজেলাজুড়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।

মাত্র ২০ দিনের ব্যবধানে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্তে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই মনিরামপুর পৌর শহরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীদের ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির ইউট্যাব ও জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫