বরগুনা সরকারি কলেজে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ PM
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা © টিডিসি

বরগুনা সরকারি কলেজে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণতন্ত্রচর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজন ‘নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫’। গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতার মূল স্লোগান ছিল ‘সংগঠিত ও সচেতন নাগরিক মানেই শক্তিশালী রাষ্ট্র।’

দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরগুনা জেলা কমিটির সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুজনের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কাদের। পরিচালনায় ছিলেন সুজনের সাবেক সমন্বয়কারী মো. সজীব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর খালেদা আক্তার। উপস্থিত ছিলেন প্রফেসর আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের সচেতনতা, সংগঠিত অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

আয়োজনে বরগুনা সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা কুইজ, ভোটাধিকার জ্ঞান, গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচনবিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫