গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির ওপর হামলা, হাসপাতালে ভর্তি

১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ PM
হামলায় আহত গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

হামলায় আহত গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন © টিডিসি

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় সাভানা ইকোপার্ক ও রিসোর্টের মেইন গেটের সামনে তাকে পিটিয়ে আহত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী জনসভায় যোগ দেন মিকাইল হোসেন। সেখান থেকে সন্ধ্যায় কয়েকজন সঙ্গী নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান। পার্কের ভেতরে মোটরসাইকেল প্রবেশকে কেন্দ্র করে এক স্টাফের সঙ্গে তাদের কথা কাটাকাটি হলে পার্কের ম্যানেজার ঘটনাটি মীমাংসা করেন।

মিকাইল হোসেন অভিযোগ করে বলেন, রাতে পার্ক থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে তাকে গুরুতর আহত করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বৌলতলী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা এক যুবক পার্কের স্টাফকে থাপ্পড় মারেন। এরপর মিকাইল পার্ক থেকে বের হওয়ার সময় স্থানীয় লোকজন ও স্টাফরা তার ওপর হামলা করে। এ ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের যেসব নির্দেশ দিলে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির 
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এনসিপিতে যোগদান সন্ধ্যায়, দুপুরে নেন ঢাকা-১২ থেকে গণঅধিকারে…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান হতে পেতে হবে ৫০ শতাংশ নম্বর, মৌখিক পরীক্ষ…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
এক নজরে বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচন
  • ২৯ ডিসেম্বর ২০২৫