নেত্রকোনায় ভুয়া ডাক্তার আটক

২০ নভেম্বর ২০২৫, ০৭:২৫ PM
আটক ভুয়া ডাক্তার প্রাকবীন সাংমা (বৃত্ত চিহ্নিত)

আটক ভুয়া ডাক্তার প্রাকবীন সাংমা (বৃত্ত চিহ্নিত) © সংগৃহীত

নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ফান্দা এলাকা থেকে প্রাকবীন সাংমা নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ওই এলাকায় তার ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্গাপুর সদর ইউনিয়নে ফান্দা বাজার এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন প্রাকবীন সাংমা নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, ওনার চেম্বারে হার্বাল ও হোমিও চিকিৎসাও দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ লিখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আজকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।  

এ বিষয়ে মো. মিজানুর রহমান বলেন, ‘বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ফান্দা বাজারে প্রাকবীন সাংমা নামের একজন ভুয়া ডাক্তার দীর্ঘদিন ধরে রোগীদের প্রতারিত করে আসছে। আজ ঘটনাস্থলে এসে দেখি তার সকাল সার্টিফিকেট ভুয়া এবং এমবিবিএস মিনিং কি তিনি এটাই জানে না। পরবর্তী সময়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫