নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নীলফামারীতে কলেজ পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা এলাকায় গভীর শোকের সঞ্চার করেছে। নিরাপত্তাহীন পুকুরঘাট নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগও নতুন করে সামনে এসেছে এই মৃত্যু দুর্ঘটনার পর।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কলেজ ক্যাম্পাস সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর পরিচয় হলো উকিলের মোড়ের বিসমিল্লাহ কম্পিউটার ল্যাব এর মালিক মাসুদ ইসলামের ছোট মেয়ে এবং অন্যজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মতিউর রহমানের মেয়ে। দুটি পরিবারই উকিলের মোড় ময়দানের সামনে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে খেলতে খেলতে দুই শিশু কলেজ পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ শিশুদের না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী পুকুরে ও আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। বেশ প্রচেষ্টার পর দুই শিশুকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ ঘটনায় কলেজ ক্যাম্পাস থেকে উকিলের মোড় পর্যন্ত এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারই আহাজারিতে বারবার ভেঙে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, কলেজ পুকুরে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এবং পুকুরের চারপাশে বাউন্ডারি বা সতর্কীকরণ সাইনবোর্ড না থাকায় যেকোনো সময় দুর্ঘটনার ঝুঁকি থাকে। তারা কলেজ কর্তৃপক্ষের প্রতি পুকুর এলাকায় নিরাপত্তা বেষ্টনী স্থাপন, প্রবেশ নিয়ন্ত্রণ এবং সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক কর্মকর্তা বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আশা করি ভবিষ্যতে এমন ঘটনা রোধে কলেজ প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।’

এদিকে সদর উপজেলা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫