৩৫ হাজার ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ নারী আটক

১২ নভেম্বর ২০২৫, ০৬:২২ PM
নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক নারী

নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক নারী © সংগৃহীত

‎হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ বিড়ি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। ‎বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের উত্তর গহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের একটি টিম অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

‎অভিযান চলাকালে দিলীপ দাসের বাড়ি থেকে প্রায় ৩৫ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করা হয়। এ সময় বিড়ির কার্টন সরিয়ে ফেলার চেষ্টাকালে রেবা রানী দাস (৪৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি দিলীপ দাসের স্ত্রী বলে জানা গেছে।

‎অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় বিড়ি চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত বিড়িগুলো থানার হেফাজতে রাখা হয়েছে।

‎প্রশাসন জানায়, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়ি চোরাচালান বৃদ্ধি পাওয়ায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫