গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দুই ঘণ্টা স্থবির যান চলাচল

২২ অক্টোবর ২০২৫, ১১:১৫ PM
স্থবির যান চলাচল

স্থবির যান চলাচল © টিডিসি ফটো

গাজীপুরে সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হারিকেন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এক পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে তার দুটি পা থেঁতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাত সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায়ী ২০২৫ সালে ‌‘মব’ দিয়ে শুরু ‘গুলিতে’ শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • ৩০ ডিসেম্বর ২০২৫