সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে: এ্যানি

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ PM
উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এক বছর ধরে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কারণে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়েছে। এখন জনগণ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের, যে নির্বাচনের মাধ্যমে আবারও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। দেশে নির্বাচিত সরকারও নেই। যার কারণে ব্যাংক, আদালত, স্কুল-কলেজ থেকে শুরু করে সামাজিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই অচলাবস্থা বিরাজ করছে। মানুষ এখনো পারিবারিক কষ্টের মধ্যে দিনযাপন করছে।

তিনি আরও বলেন, বিএনপি অতীতে ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছে। স্বাধীনতার পর জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে দলটি গড়ে তুলেছিলেন। আজও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতারা।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫