নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ AM
মঙ্গলবার রাতে গাজীপুরে মশাল মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা

মঙ্গলবার রাতে গাজীপুরে মশাল মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা © টিডিসি

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও মহানগরের উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মশাল হাতে বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে দিতে চান্দনা চৌরাস্তা প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে ‘রাজনৈতিক সহিংসতার মূল পৃষ্ঠপোষক’ আখ্যা দেন এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন।
 
কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব সভাপতির বক্তব্যে বলেন, ‘আখতার হোসেনের ওপর হামলা মানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর হামলা। ইন্টেরিম সরকার এ দায় এড়াতে পারবে না। অবিলম্বে হামলাকারী ও তাদের রাজনৈতিক আশ্রয়দাতাদের বিচারের আওতায় আনতে হবে।’
 
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত বিচার না হয় তবে জুলাই যোদ্ধারা আবারও রাজপথে মশাল হাতে নেমে আসবে।’
 
সমাবেশে জেলা ও মহানগর এনসিপি নেতারা তিন দফা দাবি উত্থাপন করেন— ১. নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার বিচার, ২. রাজনৈতিক সহিংসতা বন্ধে অন্তর্বর্তী সরকারের কার্যকর ব্যবস্থা, ৩. আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠন।
 
প্রতিবাদ কর্মসূচিতে এনসিপির শতাধিক নেতাকর্মী অংশ নেন।

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মিথ্যা আশ্বাস নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই জাতির সামনে তুল…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন নেত্রীর অনন্ত যাত্রা: কাঁদছে বাংলাদেশ
  • ৩০ ডিসেম্বর ২০২৫