সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ সাতক্ষীরা

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

শিক্ষার মানোন্নয়নে কোচিং বাণিজ্য ও অনিয়ম রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পাশাপাশি ক্লাস চলাকালে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোথাও কোচিং চালালে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘শিক্ষার মনোনয়ন করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় জেলার অনার্স-মাস্টার্স কলেজ ও ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ।

এসময় জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি ক্লাসে নজরদারি বাড়াতে হবে এবং শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ধূমপান প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, “বর্তমানে কোচিং অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। কিন্তু অভিভাবকদের মানসিকতার পরিবর্তন এনে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার দিকে মনোযোগী করতে হবে।”

এছাড়া পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার দিকেও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫