প্রেমের সম্পর্কে মনোমালিন্য, গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

২৫ আগস্ট ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় প্রেমের সম্পর্কে মনোমালিন্য ও প্রেমিকা বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। রবিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার কায়েমকোলা সলুয়ার মোড়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আত্মহত্যার চেষ্টাকারী ওই যুবকের নাম হাবিবুর রহমান (২০)। তিনি চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান মন্টুর ছেলে।

স্থানীয়রা জানান, জ্যোতি নামের এক তরুণীর সঙ্গে হাবিবুরের প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু জ্যোতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। একপর্যায়ে জ্যোতিও পরিবারের পক্ষ নেয়, যা তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। এ নিয়ে হাবিবুর ও জ্যোতির মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এ  ঘটনার জেরে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিবুর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডা. বিচিত্র মল্লিক জানান, হাবিবুর রহমান নামে এক যুবক গলায় ছুরি চালিয়েছে। তাকে সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায় ২০২৫: মবে শুরু, গুলিতে শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫