বাবার লাশ দাফন করে এসে দেখলেন, ‘বিএনপি নেতা বাড়ি দখল করে নিয়েছেন’, অতপর...

২৪ আগস্ট ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৭:২৭ AM
ভুক্তভোগীর বাড়ি

ভুক্তভোগীর বাড়ি © টিডিসি

নওগাঁর নিয়ামতপুর থানার হাজীনগর বেলহট্টি গ্রামে এক এতিম পরিবারের বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শরিফুল ইসলাম (ওয়ার্ড বিএনপির সভাপতি) ও আরেক নেতা হারুন অর রশিদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গ্রামের বাসিন্দা এরশাদ আলী মারা যান। তার মৃত্যুর পরপরই স্ত্রী ও দুই কন্যাকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দিয়ে বসতভিটা দখল করে নেয় বিএনপি নেতা শরিফুল ইসলাম ও হারুন অর রশিদ।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাইস সুলতানা জিম অভিযোগ করে জানান ‘আব্বুর দাফন শেষে যখন আমরা নিজ বাড়িতে ফিরতে চাই, তখন আমাদেরকে উঠতে দেওয়া হয়নি। উল্টো আমাকে, আমার ছোট বোন ও মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। বাধ্য হয়ে আমরা চাচার বাড়িতে আশ্রয় নেই। পরবর্তীতে ১০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতা হারুন অর রশিদ, শরিফুল ইসলামসহ কয়েকজন মিলে আমাদের ওপর হামলা চালায়। তারা চেয়ার দিয়ে মারধর করে, টেনে-হিঁচড়ে আমাদের ঘর থেকে বের করে দিতে চায়। আমি কোনোমতে একটি ঘরে লুকিয়ে সেনাবাহিনীকে ফোন করি। সেনা সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন। তবে অভিযুক্তরা পালিয়ে যায়।’

তিনি আরও জানান, স্থানীয়ভাবে সালিশ বৈঠকে অভিযুক্তদের পরিবারকে বসতভিটা ছেড়ে যেতে বলা হলেও পরে তারা আবারও এসে দখল করে নেয় এবং ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করছে। টাকা না দিলে বাড়ি ছেড়ে যাবে না বলে হুমকিও দিয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা শরিফুল ইসলাম বলেন, আমি কেন কারো বাড়ি দখল করতে যাবো। এরশাদ আলী মারা গেছে। সে চাকরি করত,বাহিরে থাকতো। ওর (এরশাদ আলী) বোনের ছেলে, বোন ও মা ওই বাড়িতে থাকে। এখন ওই মারা যাওয়ার পর ওর মেয়ে এসে বলছে ওদের বের করে দাও। আমি বলেছি আমি কেনো বাহির করতে যাবো। তোমাদের বিষয় তোমরা ভালো করে দেখো। তোমরা রাখবে না বাইর করবে সেটা তোমাদের ব্যাপার। পরে রাতে একটু কথা কাটাকাটি হওয়ার সেনাবাহিনী ফোন দিল। সেনাবাহিনী এসে আমাদের চেয়ারম্যানের উপর দ্বায়িত্ব দিয়ে গেল। চেয়ারম্যান বিষয়টি দেখল যে এরশাদ আলীর কাছে তার বোন এক লক্ষ ৮০ হাজার টাকা পাবে। এখন তার বোন বলছে আমার টাকা দিলে আজকেই বের হয়ে যাবো। যেহেতু ওদের বাড়ি ওদের ঘর ।

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫