রামেক হাসপাতালে এক দিনে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

২২ আগস্ট ২০২৫, ০৮:০৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়। মৃত রোগী হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) ও রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো রাজশাহী মেডিকেল কলেহ হাসপাতালে ২৪ ঘণ্টার ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আইয়ুব গত ১৯ তারিখ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ২০ তারিখ তাকে আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিতে তার মৃত্যু হয়।

অপরদিকে রাফিয়া ডেঙ্গু নিয়ে ১৭ আগস্ট হপাসপাতলে ভর্তি হয়। পরে সেখান থেকে ১৮ তারিখ তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া আজ ভোররাত সাড়ে ৪টার দিকে মারা যান।

বর্তমানে রামেক হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে পুরুষ ৯ জন, মহিলা ৬ জন ও শিশু ২ জন।  এদের মধ্যে ১৬ জনই স্থানীয় রোগী। একজন ঢাকার রোগী আছেন। চলতি মৌসুমে ৩৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।  এদের মধ্যে পুরুষ ২২৬ জন, নারী ১১৪ জন ও শিশু ৪৭ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৬৪ জন।  এই মৌসুমে মারা গেছেন মোট ৬ জন।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএমইউ ভিসির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজা পড়াবেন কে, জানালেন মির্জা ফখরুল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
আপসহীন সংগ্রামের প্রতীক ছিলেন খালেদা জিয়া
  • ৩০ ডিসেম্বর ২০২৫
মাশরাফির চোখে খালেদা জিয়ার রাজনৈতিক লড়াই চিরস্মরণীয়
  • ৩০ ডিসেম্বর ২০২৫
স্থগিত জকসু নির্বাচন ৬ জানুয়ারিই হবে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে রাতে
  • ৩০ ডিসেম্বর ২০২৫