বেনাপোলে মাদকসহ ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

৩০ মে ২০২৫, ১২:১০ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০১:১৫ PM
আটককৃদ মাদক দ্রব্য

আটককৃদ মাদক দ্রব্য © সংগৃহীত

সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় অভিযানে ৪৯ বিজিবি’র সদস্যরা প্রায় ১৩ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) দিনভর এ অভিযান পরিচালিত হয়। 

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ি, কম্বল, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্ন ধরনের ওষুধ। এসব পণ্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছিল বলে নিশ্চিত করেছে বিজিবি।

অভিযানগুলো পরিচালিত হয় ৪৯ বিজিবি’র আওতাধীন আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকাজুড়ে। প্রতিটি অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট টহল দলের কমান্ডাররা। অভিযানে বিজিবি’র পূর্ব পরিকল্পিত গোয়েন্দা তথ্য ও মাঠ পর্যায়ের তৎপরতা মুখ্য ভূমিকা পালন করে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করে যাচ্ছে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পূর্ব পরিকল্পনার ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য—সীমান্তকে নিরাপদ রাখা এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়া।’

বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দেশজুড়ে তীব্র শীতে কষ্টে মানুষ, শৈত্যপ্রবাহ থাকবে কতদিন?
  • ২৯ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫