চীনে অনুষ্ঠিত সম্মেলনে শেকৃবি উপাচার্যের অংশগ্রহণ

৩০ নভেম্বর ২০২৫, ০১:২৮ PM
চীনে আন্তর্জাতিক সম্মেলনে শেকৃবি উপাচার্য

চীনে আন্তর্জাতিক সম্মেলনে শেকৃবি উপাচার্য © সৌজন্যে প্রাপ্ত

সম্প্রতি প্রখ্যাত কীটতত্ত্ববিদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য ড. মো: আব্দুল লতিফ চীনে অনুষ্ঠিত তৃতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

সম্মেলনটির মূল লক্ষ্য ছিল চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং একাডেমিক অংশীদারিত্ব জোরদার করা।

এ বিষয়ে ড. আব্দুল লতিফ বলেন, সম্মেলনে উল্লিখিত দেশগুলির অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিচালকদের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। বিশেষভাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও একাডেমিক গবেষণার সুযোগ বৃদ্ধি করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাচনা হয়।

আরও পড়ুন: জুলাইয়ের পর বিএনপি কার ইশারায় পুরনো রাজনীতিতে ডুব দিল- তা বোধগম্য নয়

তিনি জানান, সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষা ক্ষেত্রের অভিজ্ঞতা, গবেষণা এবং শিক্ষাবিনিময় প্রোগ্রাম সম্প্রসারণের পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়। বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থাপিত এই সম্পর্ক ভবিষ্যতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে।

এছাড়াও বিশিষ্ট এ কীটতত্ত্ববিদ সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানান।

 

ঝালকাঠিতে আ. লীগ নেতাসহ ২৫ জনের মনোনয়নপত্র জমা
  • ২৯ ডিসেম্বর ২০২৫
নির্বাচন নিয়ে জোটের সিদ্ধান্তকেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেন…
  • ২৯ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার
  • ২৯ ডিসেম্বর ২০২৫
অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ
  • ২৯ ডিসেম্বর ২০২৫
সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত আটক
  • ২৯ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর ছাত্রদল প্যানেলের কাছে ফা…
  • ২৯ ডিসেম্বর ২০২৫