এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

২৩ জুলাই ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:০২ PM
ফাইল ছবি

ফাইল ছবি © টিডিসি

চলতি বছরের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে রুটিনটি প্রকাশ করা হয়। গত সোমবার (২১ জুলাই) মাইলস্টোন ট্রাজেডির কারণে ২টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা (শুধু গোপালগঞ্জ জেলায়) ও কুমিল্লা অঞ্চলে বন্যার (শুধু কুমিল্লা বোর্ড) কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। 

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র/হিসাববিজ্ঞান ১ম পত্র/যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা গত ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষাটি শুধুমাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

আরও পড়ুন: স্থগিত এইচএসসির দুই পরীক্ষা একদিনে হচ্ছে না

ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্রের পরীক্ষা গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৪ আগস্ট ((বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এমনকি বিকেলে (২টা থেকে ৫টা পর্যন্ত) উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র/আরবি ২য় পত্র/পালি ২য় পত্রের পরীক্ষাও। এ পরীক্ষা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।

রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র/ সলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (মানবিক শাখা)/ইতিহাস ২য় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র/উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রের পরীক্ষা ২২ জুলাই (মঙ্গলবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৭ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

আরও পড়ুন: স্থগিত হওয়া আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

অর্থনীতি ১ম পত্র/ প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল। কিন্তু নতুন রুটিন অনুযায়ী, আগামী ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

নিচে রুটিন দেখুন-

ট্যাগ: পরীক্ষা
গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নাম দেশের ইতিহাসে স্বর্ণাক…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘দেশ ও গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছিলেন বলেই তিনি আপসহীন …
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার শৈশব ও কৈশোর: এক স্বপ্নিল সোনালী উপাখ্যান
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু জাতিকে অভিভাবকহীন করেছে
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খেলাফত মজলিসের জন্য আরও এক আসন ছাড়ল জামায়াত
  • ৩০ ডিসেম্বর ২০২৫