ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মার্কশিটে এত ভুল!

ভুলে ভরা মার্কশিট
ভুলে ভরা মার্কশিট   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন সার্টিফিকেটে নানাবিধ ভুল বিরল কোনো ঘটনা নয়। এ নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে একাধিক খবরও হয়েছে। তবে এবার ঢাবির একটি মার্কশিটে ভুল বানান নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কশিটটির ছবি দিয়ে সমালোচনা করা হচ্ছে।

জানা গেছে, ঢাবির এমএস (হোম ইকোনমিক্স) রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এ্যান্ট্রোপ্রনারশিপ গ্রেড মার্কশিট/অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টে তিনটি ভুল বিদ্যমান। ‘ম্যানেজমেন্ট (Management)’ বানানটি ভুলভাবে একেক জায়গায় একেক রকম করে লেখা হয়েছে। আবার বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ’তে ফল প্রকাশিত হলেও সেখানে ‘জিপিএ’ লেখা হয়েছে। এ ভুল সংশোধনে এখন ঘুরছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীরা। তবে কোনো জবাব মিলছে না। 

এ ব্যাপারে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের হোম ইকোনমিক্সের ভুক্তভোগী ছাত্রীরা জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলেন হয়তো একজনের মার্কশিটে এমন ভুল হয়েছে। কিন্তু সবার মার্কশিটে ভুল হয়েছে। মহামারির কারণে ২০১৯ সালের পরীক্ষা ২০২১ সালে হয়েছে। আর চলতি বছরের জুন মাসে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।’ 

তারা আরও জানান, ‘এতো সাধনার পরীক্ষার ফল। কিন্তু মার্কশিটের ভুলে সব মাটি হয়ে গেছে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত মূল মার্কশিটে দেখা গেছে, ‘Manegement of The Enviorment, যেখানে ম্যানেজমেন্ট বানানটি ভুল। আবার Role of NGOs in Development Policy and Managemen, যেখানে ম্যানেজমেন্ট বানানটি ভুল।’ 

আরও পড়ুন : প্রকৌশলের ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের নাফিজ

এ ব্যাপারে ঢাবির পরীক্ষা উপ-নিয়ন্ত্রক মো. রোকানুজ্জামান জানান, ‘মার্কশিট সংক্রান্ত শাখা আলাদা।’

তবে সার্টিফিকেট শাখার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল ওয়াদুদের সঙ্গে যোগাযোগ করলে মার্কশিটটি দেখতে চান তিনি। এ সময় তিনি বলেন, ‘৫০১ নম্বর কোর্সে এবং ৫০৬ নম্বর কোর্সের শিরোনামে ম্যানেজমেন্ট বানানটি ভুল রয়েছে। মার্কশিট তৈরিতে অনেকগুলো বডি কাজ করে। কোন জায়গা থেকে ভুলটি হলো, তা খুঁজে বের করা হবে।’

তিনি জানান, ‘একাধিক সেমিস্টার বা ইয়ার হলে সিজিপিএ হয়। আর মাস্টার্স এক বছরের তাই জিপিএ’তে ফল প্রকাশ হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে শুদ্ধ মার্কশিট নিতে পারবেন।’


সর্বশেষ সংবাদ