ছাত্রলীগের এক কমিটিতেই ৬৯ সহ-সভাপতি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০৯:৩৯ PM , আপডেট: ০১ আগস্ট ২০২২, ০৯:৪৪ PM
প্রায় তিন বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশিত হয়। চবির এই কমিটিতে ৬৯ জন সহ-সভাপতি পদ পেয়েছেন।
কমিটি ঘোষণা করার পর থেকেই চবি ক্যাম্পাসের মূল ফটক আটকে অবরোধ করছেন পদবঞ্চিতরা। এদিকে ছাত্রলীগের গঠনতন্ত্রের প্রথম ভাগের ৬ নম্বর ধারার (সাংগঠনিক কাঠামো) ‘জ’ নম্বর অনুযায়ী, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ সাংগঠনিক জেলা হিসেবে গণ্য হবে।’
একই ভাগের ধারা ১০ এ বলা হয়েছে, ‘জেলা শাখায় ২১ জন সহ-সভাপতি হতে পারবেন। কিন্তু চবি ছাত্রলীগের কমিটিতে ৬৯ জন সহ-সভাপতির পদ পেয়েছেন।’
কমিটিতে স্থানপ্রাপ্ত ৬৯ জন হলেন_ মো. আল-আমিন রিমন, নাসির উদ্দিন সুমন, প্রদীপ চক্রবর্তী দুর্জয়, নাজমুল হাসান সানি, রকিবুল হাসান দিনার, প্রীতম কর, মুজিবুর রহমান মুজিব, শায়ন দাস গুপ্ত, আবু বকর তোহা, মুহাম্মদ আবদুল মবিন, মইনুল ইসলাম রাসেল, মির্জা খবির সাদাফ, খালেদ মাসুদ রনি, সালাউদ্দিন মাহমুদ শাওন, মো. গোলাম মোস্তফা সুমন, নাহিদ আলম, নূর মোহাম্মদ আরজু, খন্দকার রফিক, সাইফুল ইসলাম সুমন, কে এম রোমেল হোসেন, জাহিদুল ইসলাম, এনায়েত উল্লাহ তাহসীন, সৈকত দত্ত, আবু বক্কর চৌধুরী, মোফাজ্জল হায়দার ইবনে, হোসাইন মোফা, মো. সবুজ মিয়া, শ্রী শিমুল বিশ্বাস, জাহিদুল হাসান সাব্বির, মিজানুর রহমান খান শ্রাবণ, এখলাস উদ্দিন শোভরাজ, নেছারুল করিম, আমরুল আমিন আরাফাত, মিজানুর রহমান শাইখ, নজরুল ইসলাম সবুজ, তাইফ আবেদিন তালুকদার, সামদানী রহমান জিকু, ইফরাতুল আলম পিটু, এস এম জাহেদুল আউয়াল, মনিরুজ্জামান বাবু, শরিফউদ্দিন শরীফ, আব্দুল্লাহ আল মামুন সুইট, এম মেহেদী হাসান, আবু ইয়াছিন নাহিদ, আবু সুফিয়ান, মো. সাব্বিরুল ইসলাম, সাদেক হোসেন টিপু, মোস্তফা মামুন, মাহমুদুল হাসান শাওন, জহিরুল ইসলাম দিপু, জয়দেব মণ্ডল, নাজমুস সাকিব তানজিল, সৈয়দ মো. জাহিদুল ইসলাম, আল ফয়সাল খান, সন্দীপ বিশ্বাস, সৈয়দ আমিন হোসেন, ওসমান গণি, আহমাদ আলী, ফাল্গুনী দাশ, আহমদ নূরে সাদি, আবরার শারিয়ার, আবু তৈয়ব মো. মুহতাসিম জাহিন, এমাদ উদ্দিন, শেখ আহম্মদ, আবির ইকবাল, শাহেদ লতিফ, মারুফ উদ্দিন রোকন, মো. সাদ্দাম হোসাইন, ইবনুল নেওয়াজ, নুরুল হোসেন আলতাফ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে একাধিকবার কল করলেও তারা ফোন রিসিভ করেননি।
তবে পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদ পাওয়া রকিবুল হাসান বলেন, ‘সংখ্যাটা কেন বা কীভাবে হয়েছে, সে ব্যাখ্যায় যাব না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কমিটিতে জ্যেষ্ঠতা রক্ষা করা হয়নি। আমার দাবি, কমিটি পুনর্গঠন করে ত্যাগী নেতাকর্মীদের কমটিতে আনা হোক।’