পুনর্গঠিত হলো রাবির ‘যৌন নিপীড়ন প্রতিরোধ’ সেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘যৌন নিপীড়ন প্রতিরোধ’ সেল পুনর্গঠন করা হয়েছে। সোমবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৫তম সিন্ডিকেট সভায় এ সেলকে পুনর্গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

এ সিন্ডিকেট সদস্য জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে পুনর্গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানি কিংবা সংশ্লিষ্ট কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে শাস্তির সুপারিশ করে এ সেল।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৩১ শিক্ষার্থী

জানা গেছে, পুনর্গঠিত যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের আহ্বায়ক সমাজকর্ম বিভাগের অধ্যাপক তানজিমা জোহরা হাবিব ও সদস্য সচিব ফার্মেসী বিভাগের অধ্যাপক রওনক জাহান। এছাড়া সেলের অন্য সদস্যরা হলেন- ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বক্কর ইসমাইল, সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, এ্যাডভোকেট শিখা ও অ্যাডভোকেট ইসমত আরা।


সর্বশেষ সংবাদ