ইবি উপাচার্যের ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট, ৫০ হাজার টাকা দাবি
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:৩২ AM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ১২:৩৬ AM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহর ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ একাউন্ট ব্যবহার ও ৫০ হাজার টাকা অর্থ চাওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর ফেইক আইডি ব্যবহার করে অর্থ চাওয়া হচ্ছে। উক্ত ফেইক আইডি ব্যবহার করে ভূয়া ও বিভ্রান্তিমূলক মেসেজ পাঠানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।