সপ্তাহে রাবিতে ভর্তি আবেদন সোয়া ২ লাখ

রাবি
রাবি   © টিডিসি ফটো

সপ্তাহ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন করেছে প্রায় ২ লাখ ২৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। মঙ্গলবার (৩১ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন চলমান রয়েছে। এখন পর্যন্ত মোট তিন ইউনিটে (এ, বি, সি) মোট প্রায় ২ লাখ ২৫ হাজার আবেদন পড়েছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে ৮২ হাজার, বাণিজ্য ইউনিটে ৫৮ হাজার এবং বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে প্রায় ৮৫ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।  

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ২৫ মে শুরু হয়ে শেষ হবে ৯ জুন। পরবর্তী জিপিএর ভিত্তিতে নির্বাচিত চূড়ান্ত পর্যায়ের আবেদন শুরু হবে ১৫ জুন। যা চলবে ২৮ জুন পর্যন্ত। 

চূড়ান্ত আবেদন শেষে ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র এবছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ১১শ টাকা নির্ধারণ করা হয়েছে।

 


সর্বশেষ সংবাদ