রাবি ভর্তি: নির্ধারিত সময়ে সাবজেক্ট চয়েস না দিলে প্রার্থীতা বাতিল
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৬:০২ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২১, ০৬:০২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সাবজেক্ট চয়েস না দিলে উত্তীর্ণ বিভাগের প্রার্থীতা বাতিল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ রবিবার (১০ অক্টোবর) দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে এই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পছন্দক্রম প্রদানের পর কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে অবশ্যই সেই বিভাগে ভর্তি হতে হবে, অন্যথায় ঐ ইউনিটে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। তাছাড়া অনলাইনে পছন্দক্রম পূরণে কারিগরী সমস্যার জন্য ০১৭০৩৮৯৯৯৭৩ নম্বরের হেল্প লাইনে যোগাযোগ করার কথা বলা হয়েছে।
এছাড়া আগামী ২৩ অক্টোবর বিকেলে পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রমানুরে প্রথম নির্বাচন তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত হবে। ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে নির্বাচিতদের অবশ্যই ভর্তি হতে হবে। শুন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে। এজন্য সম্ভাব্য সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে।
মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তির জন্য সাক্ষাতকার ছাত্র-উপদেষ্টার দপ্তর এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য সাক্ষাতকার প্রধান চিকিৎসকের দপ্তরে অনুষ্ঠিত হবে। এজন্য পৃথক পৃথক বিজ্ঞপ্তি যথাসময়ে ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাছাড়া ২৩ অক্টোবর তারিখ বিকেলে পোষ্য কোটায় ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি পছন্দক্রম পূরণের একই ওয়েবসাইটে প্রকাশিত হবে।
ভর্তি সংক্রান্ত কোনো সমস্যার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রকৌশল অনুষদ অফিসে ইউনিট কার্যালয়ে (ফোন:০৭২১-৭১১২৫৫, ০১৯১৪৩২৭১৪২) যোগাযোগ করা যাবে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সি ইউনিটে তিন শিফটে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন হলেও উপস্থিত ছিল ৩৩ হাজার ৪৪৭ জন ভর্তিচ্ছু। যেখানে অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১ জন। ফলে অনুপস্থিতির হার ২৪.৩৩ শতাংশ।