ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে সেই ঢাবি শিক্ষকের পদত্যাগের দাবি

পদত্যাগ চেয়ে উপাচার্য বরাবর আবেদন জমা দিচ্ছেন বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায়। ডানে হাফিজুর রহমান কার্জন
পদত্যাগ চেয়ে উপাচার্য বরাবর আবেদন জমা দিচ্ছেন বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায়। ডানে হাফিজুর রহমান কার্জন  © ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের পদত্যাগ চেয়ে উপাচার্য বরাবর আবেদন করেছেন বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যম দিয়ে তিনি এ আবেদন জানান। আবেদনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতস্বরূপ অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়।

এ ঘটনায় এর আগে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ এর সাধারণ সম্পাদক অমিত ভৌমিক ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন। 

আবেদনে অ্যাডভকেট সুমন কুমার রায় উল্লেখ করেন, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই স্বনামধন্য ও বাংলাদেশের সেরা বিদ্যাপিঠের সুনাম অক্ষুণ্ন রাখতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়কে শান্তি, শৃঙ্খলা, ঐক্যতাসহ সুন্দর দেশ ও জাতি গঠনে অবিলম্বে অভিযুক্ত শেখ হাফিজুর রহমানের পদত্যাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জুলাই) হিন্দুদের ভগবান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক লেখা পোস্ট করেন অধ্যাপক হাফিজুর। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ বলা হয়েছে।

এ প্রসঙ্গে হাফিজুর রহমান কার্জন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ‘প্রত্যেক মানুষের ধর্মীয় অনুভূতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া উচিত না। আমার পোস্টে যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে আমি ক্ষমাপ্রার্থী।’


সর্বশেষ সংবাদ