স্কুলের নাম বদল: রাবি ছাত্রদলের বিক্ষোভ

রাবিতে ছাত্রদলের বিক্ষোভ
রাবিতে ছাত্রদলের বিক্ষোভ  © টিডিসি ফটো

রাজধানীর মোগলটুলিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা ৩টায় মিছিলটি রাজশাহীর অক্টয় মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী। সঞ্চালনা করেন সাবেক যুগ্ম সম্পাদক সামসুদ্দিন চৌধুরী সানিন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক সর্দার জহুরুল, সদস্য মোঃ নাসির আহমেদ, সদস্য এস এম মাহমুদুল হাসান মিঠু, মোঃ বুলবুল রহমান, শামস্ দীপ্ত, সম্রাট আব্দুল লতিফ, জহুরুল ইসলাম, মোল্লা সানজিদুল ইসলাম সূর্য, মোঃ মারুফ হোসেন, মোঃ নাফিউল ইসলাম জীবন সহ আরো অনেকে।

জিয়াউর রহমান বিদ্যালয়ের নাম পরিবর্তনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দিতে চাইছে বর্তমান ফ্যাসিস্ট সরকার। শহীদ জিয়ার সূর্য সৈনিকরা কখনোই তা হতে দেবে না।

তারা বলেন, অনতিবিলম্বে বিদ্যালয়ের পূর্ব নামে ফিরিয়ে না দিলে ছাত্রদল কঠোর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঢেকে আনবে।


সর্বশেষ সংবাদ