আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোহা চত্বরে থেকে শুরু হয় এবং এই বিক্ষোভ মিছিল তালাইমাড়ি মোড়ে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আওয়ামী লীগ প্রথম এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই ভারতের দালালি করেছে। দেশের মানুষের কোনো উন্নতি করেনি।’

আরও পড়ুন: ঢাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘শুধু জুলাই হত্যাকাণ্ড নয়, আওয়ামী লীগ এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, সবগুলোর বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

আরেক শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর একটা ইন্টারিম সরকার গদিতে বসেছে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। সাধারণ মানুষ আশা করেছিল, এত দিন দেশের মানুষ যে অধিকার থেকে দূরে ছিল, সে অধিকারগুলো ফিরে পাবে, সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিচার দেখতে পাচ্ছি না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল এদেশের মুক্তির জন্য। কিন্তু মুক্তির জন্য যা করা উচিত, সরকার সেগুলো করছে না।’


সর্বশেষ সংবাদ