ফল প্রকাশের ৭ দিন পরেই সনদ পাবেন রাবি শিক্ষার্থীরা
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান শাখায় গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। এখন থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের সাত কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিস থেকে সাময়িক সনদ সংগ্রহ করতে পারবেন।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই দিবসে বেলা ১১টায় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে রাবিতে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাসমূহ সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে।
এ বিষয়ে জনসংযোগ প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষা সংস্কার কাজ চলমান রয়েছে। পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি হয় সেগুলো আমরা আমলে নেওয়ার চেষ্টা করি। যেহেতু সনদ নিয়ে ভোগান্তির বিষয় নিয়ে লেখালেখি হয়েছে। তাই বিষয়টি আমলে নিয়ে কমিটি গঠন করি।
‘তবে মাঝে বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, জুলাই বিপ্লব প্রদর্শনী এবং পরপরই শীতকালীন ছুটি থাকার কারণে একটু দেরি হয়েছে। কাজের পরিবেশ ভালো পেলে প্রশাসন সংস্কার কাজে সর্বশক্তি নিয়ে এগোতে পারবে।’