জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ঋণ ভুলে গেলে চলবে না: ঢাবি ভিসি

প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাবি ভিসি
প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাবি ভিসি  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের ঋণ ভুলে গেলে চলবে না। এই ঋণ স্মরণ রেখে আমাদের যার যার দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানে ঘটনা প্রবাহমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। 

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, এই আন্দোলনে গিয়ে এখনও অনেক মানুষ হাসপাতালে কাতরাচ্ছেন! সুযোগ পেলেই প্রশাসনের তরফ থেকে আমি দেখতে যাই তাদেরকে। কাছাকাছি গেলে বোঝা যায় মানুষের এই ত্যাগের পরিমাণ কতটুকু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা একটি জুলাই কর্নার বা জুলাই জাদুঘর বলে অবকাঠামোগত একটি জায়গার আয়োজন করতে যাচ্ছি। সেখানে কি কি থাকবে সে বিষয় নিয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একাডেমিক জায়গা সেহেতু জুলাই গণ-অভ্যুত্থানকে আমরা জ্ঞান চর্চার মাধ্যমে স্মরণ করে রাখতে চাচ্ছি। এই বিষয়ে আমরা সেমিনার বা আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন উদ্যোগের কথা চিন্তা করছি। 

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মোনাজাত এবং জুলাই গণঅভ্যুত্থানে বীরত্বগাথা নিয়ে ভিডিওচিত্র ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ