অপমান, হেনস্থার প্রতিবাদে ইউল্যাব শিক্ষকদের র‍্যালি-মোমবাতি প্রজ্বলন

র‍্যালি এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি
র‍্যালি এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি  © সংগৃহীত

শিক্ষার্থীদের একটি অংশ দ্বারা ফেকাল্টিদের অপমান, অপদস্থ ও হেনস্থার প্রতিবাদে র‍্যালি এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষকরা।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।   

কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ১ জানুয়ারি ইউল্যাবের কতিপয় শিক্ষার্থী ভিসির পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করেন। দাবি আদায়ে তারা প্রায় রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এডমিন, কর্তৃপক্ষের একাংশকে বিশ্ববিদ্যালয়ে এক প্রকার জোর আটক করে রাখেন। এ সময় কতিপয় শিক্ষার্থী বিভিন্ন পুরুষ ও নারী ফেকাল্টিদের অপমান, অপদস্থ ও হেনস্তা করেন। সেদিন এমন অনেক শিক্ষক অপদস্থ হয়েছেন, যারা জুলাই আন্দোলনে সরাসরি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে জানায় শিক্ষকরা। এসময় শিক্ষকদের অসম্মান এবং ক্যাম্পাসে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানান তারা।

প্রসঙ্গত, ইউল্যাব প্রাঙ্গণে গ্রাফিতি আঁকায় সম্প্রতি দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে অবশ্য তা প্রত্যাহার করা হয় বলে জানা যায়। এই ঘটনার জেরে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গত ২ জানুয়ারি উপাচার্য ইমরান রহমানের পদত্যাগসহ ৫ দফা দাবিতে একদল শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি পালন করেন। একইদিন বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পক্ষে অবস্থান নেন আরেকদল শিক্ষার্থী। প্রশাসনের আশ্বাসে সেদিন আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।  

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ইউল্যাব প্রশাসন শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে ফ্যাসিবাদী আচরণ বজায় রেখেছে। উপাচার্যের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি, গ্রাফিতি আঁকার কারণে শিক্ষার্থীদের শাস্তি প্রদান ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বিনষ্ট করা হয়েছে।

অপরদিকে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়া আরেকদল শিক্ষার্থীর অভিযোগ, আন্দোলনকারী শিক্ষার্থীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ফ্যাকাল্টি মেম্বারসহ অন্যান্য স্টাফদের সাথে অশোভন আচরণ করেছেন। কাউকে হয়রানি কিংবা অপদস্থ করে নয়, শিক্ষার্থীসূলভ আচরণের মাধ্যমে দাবি আদায়ের আহবান জানান তারা।


সর্বশেষ সংবাদ