ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জাবির সাবেক শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির একদল সাবেক শিক্ষার্থী। সমাবেশে তাঁরা ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
শনিবার বেলা তিনটায় শাহবাগে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা ধর্ষণকারী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি তাঁরা একটি যৌন নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের এক শিক্ষকের অপসারণ, নিপীড়কদের আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত করে প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপসারণের দাবি তোলেন। সমাবেশ থেকে মাদকমুক্ত ক্যাম্পাসেরও দাবি তোলা হয়।
এই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি শরিফুজ্জামান, ছাত্রফ্রন্টের সাবেক কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন প্রিন্স, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহী মাহফুজ, বিশ্ববিদ্যালয়ের সিনেটর আইনজীবী শিহাব উদ্দিন খান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল, ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আলিফ মাহমুদ প্রমুখ।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় সনদ বাতিল করা হয়।