চবিতে সিইউআরএইচএসের আইইএলটিএস বিষয়ক কর্মশালা

চবিতে আইইএলটিএস বিষয়ক কর্মশালা
চবিতে আইইএলটিএস বিষয়ক কর্মশালা  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এর উদ্যোগে ‘Cracking IELTS with  Shahriar John’ আয়োজিত হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির আইইএলটিস বিষয়ক শিক্ষক শাহরিয়ার জন। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তানজিনা আক্তার এবং সমাপনী বক্তব্য রাখেন মাহমুদ শরীফ। তার আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অনলাইনে দিক নির্দেশনামূলক সেশন আয়োজিত হয়। 

আইইএলটিএস প্রস্তুতিতে বাঁধা দূর করে সর্বোচ্চ স্কোর অর্জন করা ও উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যাওয়া এবং উন্নত ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আলোচনা করা হয়। 

কর্মশালাটিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রসঙ্গত, সিইউআরএইচএস বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত বিজ্ঞান ও গবেষণাভিত্তিক সংগঠন। এটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্পন্ন গবেষণা চর্চা ও উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ