হল থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি লোগো ও নিহত ফিরোজ
ঢাবি লোগো ও নিহত ফিরোজ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার(২০ সেপ্টেম্বর)  রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি আত্মহত্যা নাকি দূর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর রুমের ২০১৯-২০ সেশনের আবাসিক ছাত্র ও চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জে।

বিজয় একাত্তর হলের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, বিজয় একাত্তর হলের যমুনা ব্লকে  রাত পৌনে একটার দিকে হঠাৎ করে কিছু পড়ার শব্দ শুনতে পায় শিক্ষার্থীরা। ধারণা করা হচ্ছে তিনি ছয় কিংবা সাত তলা থেকে পড়ে যান। 

পরবর্তীতে শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘটনাটি শুনেই আমি হাসপাতালে এসেছি। নিহতের বড় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। পরিবারের সদস্যরা আসলে হাসপাতালের অন্যান্য কার্যক্রম সম্পাদন করবো। 


সর্বশেষ সংবাদ