জুয়ার সাইটের প্রচারের অভিযোগে টিকটকার কারাগারে

টিকটকার তোহা হোসাইন
টিকটকার তোহা হোসাইন  © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার সাইটের প্রচার চালানোর অভিযোগে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার মামলায় টিকটকার তোহা হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর থানার পরিদর্শক মো. রাজিব হোসেন আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। শুনানিতে তোহার পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।

আদালতের পাবলিক প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ১৩ এপ্রিল মিরপুর থানায় মো. রিফাতুল হক শাওন, পারভেজ কবির, ও তৌহিদুল ইসলাম শীতলসহ কয়েকজন সমাজ সচেতন নাগরিক অভিযোগ দায়ের করেন। মামলায় টিকটকার তোহা হোসাইন (২২) ও হুর-ই জান্নাত (১৯)-এর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার ধারায় মামলা হয়।

এজাহারে বলা হয়েছে, তোহার ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করা হয়। অল্প টাকায় অধিক মুনাফার প্রলোভনে যুব সমাজকে জুয়ায় সম্পৃক্ত হতে উৎসাহিত করা হচ্ছিল। এতে অনেকে প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করতেও কাজ চলছে।


সর্বশেষ সংবাদ