রাবির ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক পঞ্চম মেধাতালিকা প্রকাশ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ০৬:৫১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের বিষয়ভিত্তিক পঞ্চম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
৫ম মেধাতালিকায় বাণিজ্য শাখা থেকে মেরিট পজিশন ১০২৪, বিজ্ঞান শাখা থেকে মেরিট পজিশন ২০২ ও মানবিক শাখা থেকে মেরিট পজিশন ৮৮ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট 'বি') বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপ ও পোষ্য কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের চতুর্থ মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য পঞ্চম মেধাতালিকা প্রকাশ করা হলো।
আরও পড়ুন: ৩৩ বছর অচল রাকসুর সাড়ে ৩ কোটি টাকা কোথায়
এতে আরও জানানো হয়েছে, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ২টার মধ্যে ডীন অফিসে এসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১২ ) সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এরপর অনলাইনে ভর্তি ফরম পূরণ করে তিন কপি প্রিন্ট করে অফিস চলাকালীন সময়ের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১৪) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না। ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে।
ভর্তি হওয়ার পর কোনো ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে ৫ সেপ্টেম্বরে বিকেল ৪টার মধ্যে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতোমধ্যে যারা পছন্দক্রমের ১ম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নাই।
আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।