রাবির ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি অধ্যাপক শামসুল আরেফিন

অধ্যাপক শামসুল আরেফিনকে শুভেচ্ছা জানানোর মুহূর্ত
অধ্যাপক শামসুল আরেফিনকে শুভেচ্ছা জানানোর মুহূর্ত  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শেখ শামসুল আরেফিন। আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি

বুধবার (২৮ জুন) তাঁর হাতে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক মো. অহিদুল ইসলাম। আগামীকাল থেকে তাঁর দায়িত্ব কার্যকর হবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক শেখ শামসুল আরেফিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৯৯৭ সালের ৩ নভেম্বরে অত্র বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০০ সালের নভেম্বরে সহকারী অধ্যাপক, ২০০৬ সালের সেপ্টেম্বরে সহযোগী অধ্যাপক এবং ২০১১ সালের ২৭ অক্টোবরে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। এছাড়া তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৪ বছর শিক্ষাকতা করেছিলেন।

দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, বিভাগের সভাপতির বিশেষ কোনো কর্তৃত্ব নাই। আর একা কখনো কোনো কাজ করা সম্ভব নয়। বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীর কল্যাণে কাজ করতে চাই। সেক্ষেত্রে বিভাগের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।


সর্বশেষ সংবাদ