জাবি ভর্তি পরীক্ষা
প্রক্সি দিতে নাজমুলের সঙ্গে ৩০ হাজার টাকার চুক্তি হয় সোহেলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুন ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ২০ জুন ২০২৩, ১১:৩৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির দিতে এসে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী সোহেল রানাকে ১ বছরের কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা গেছে, সোহেল নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে দাবি করে। তবে সোহেল রানা তাদের বিভাগের ছাত্র নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির সংশ্লিষ্ট বিভাগ। অভিযুক্তের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।
আটকের পর সোহেল রানা জানায়, ইমরান ইমন নামের এক বড় ভাইয়ের মাধ্যমে পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি হয়।
আরও পড়ুন: জাবিতে প্রক্সিকাণ্ডে আটক রাবি-জবি শিক্ষার্থীদের কারাদণ্ড
জানা গেছে, গতকাল সোমবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষায় সোহেল রানা ভর্তি পরীক্ষার্থী নাজমুল হকের পরিবর্তে পরীক্ষা দিতে আসেন। বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে তাকে তার মা–বাবার নাম জিজ্ঞাসা করেন হল পরিদর্শক। সে নাম বলতে না পারায় সন্দেহ হয় কর্তব্যরত শিক্ষকের। তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে খবর দেওয়া হয়। পরে সোহেলকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী জিজ্ঞাসাবাদ করলে প্রক্সির বিষয়টি স্বীকার করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানান, অভিযুক্ত সোহেল রানা গত ১৮ জুন অনুষ্ঠিত কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহণ করে। তবে এ ঘটনার পর তাঁর উত্তরপত্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি।