যে কারণে ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশে দেরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। এর ফলাফল শুরুতে ২০ মে ও পরে ২৮ মে’র পর প্রকাশ হবে বলে জানানো হয়েছিল। তবে নানা কারণে এখনো ফলাফল প্রকাশ করতে পারেনি কর্তৃপক্ষ। অন্য ইউনিটগুলোর ফল প্রকাশের তারিখও এখনও ঠিক করা হয়নি।

জানা গেছে, ২৮ মে’র পরে ফল প্রকাশের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। ফলে চলতি মাসের আর একদিন বাকি থাকায় ফল প্রকাশের সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ফল প্রকাশের প্রস্তুত। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো সময় দেয়নি। যে কারণে দেরি হচ্ছে। অন্য ইউনিটগুলোর সঙ্গে ফল প্রকাশ হবে কিনা সেটাও বুঝতে পারছি না।

এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির জানান, একটা ইউনিটের খাতা দেখা থেকে শুরু করে রেজাল্ট দেওয়া পর্যন্ত ২৬-২৭ দিন লাগে। সে হিসেবে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। এ সপ্তাহের শেষের দিকে বৃহস্পতিবার বা শুক্রবার ফলাফল প্রকাশের করার কথা ভেবে রেখেছি।

বিজ্ঞান ইউনিটের সমন্বয়কারী এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান জানিয়েছেন, খাতা দেখা শেষ হলে অন্যান্য কার্যক্রম শুরু হবে। কলা ইউনিটের পরীক্ষা আগে হয়েছে। তাদের ফলাফল ঘোষণার পর বিজ্ঞান ইউনিটের ফলাফল দেওয়া হবে। জুনের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে এক লাখ ২২ হাজার ৮৮২টি। একটি আসনের বিপরীতে লড়াই হচ্ছে ৪২ জন শিক্ষার্থীর।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের। ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা এক হাজার ৫০টি।


সর্বশেষ সংবাদ