রাবিতে ভর্তিচ্ছুদের পাশে স্টুডেন্টস রাইটস এসোসিয়েশন

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস এসোসিয়েশন-এর নেতাকর্মীরা।

সোমবার (২৯ মে) সকাল থেকেই সংগঠনটির সভাপতি আবু বকর অন্তু ও সাধারণ সম্পাদক তানজিমুল হক এর নেতৃত্বে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে তথ্য প্রদান, সুপেয় পানি, কলম বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে পরীক্ষার প্রথম দিনে সুপেয় পানি, কেন্দ্র পোঁছে দেওয়া, অভিভাবকদের বসার ব্যবস্থা, কলম বিতরণসহ নানা প্রকার তথ্য প্রদানেও কাজ করেছেন সংগঠনটির নেতা কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিদিষ্ট কেন্দ্র থেকে শুরু করে সার্বিক বিষয়ে পরামর্শ দিয়ে থাকছি। কোনও শিক্ষার্থী ভবন না চিনলে আমার কর্মীরা তাদেরকে নিদিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে আসছে। আমাদের কার্যক্রম তিনদিন চালু থাকবে। শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের পানির বোতলসহ বসার সুব্যবস্থা করেছি আমরা। এছাড়াও শিক্ষার্থীদের যেকোনো ঝামেলা হলে আমাদের কর্মীরা সেগুলোকে সমাধান করার চেষ্টা করে।


সর্বশেষ সংবাদ