সামাজিক সমস্যার উপর প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ঢাবি

প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ঢাবি
প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ঢাবি  © ফাইল ফটো

আর্থ-সামাজিক সমস্যার উপর গবেষণামূলক উপাত্ত (ডাটা) সংগ্রহ ও বিশ্লেষণ, গবেষণা কর্মসূচি মূল্যায়ন, মতামত সংগ্রহ ও বিশ্লেষণ এবং গবেষণা কাজে ব্যবহৃত STATA সফ্টওয়্যার সম্পর্কে সার্বিক ধারণার জন্য ‘উচ্চতর গবেষণা পদ্ধতি’ বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো। সামাজিক বিজ্ঞানে উচ্চতর গবেষণা পদ্ধতি বিষয়ে ৪১তম প্রশিক্ষণ ব্যাচে ৫ সপ্তাহব্যাপী চলবে এ প্রশিক্ষণ।

যোগ্যতা: কোর্সে অংশগ্রহণের জন্য অনার্স/মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং অনার্স পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫ অথবা ২য় শ্রেণী থাকতে হবে। মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সটি বিশেষভাবে সহায়ক হবে।

আরও পড়ুন: আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সূচি পরিবর্তন

আবেদন যেভাবে: নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফরম পূরণ করে অর্থনৈতিক গবেষণা ব্যুরো অফিসে সরাসরি অথবা ই-মেইলের (ber@du.ac.bd) মাধ্যমে পৌঁছাতে হবে। রেজিস্ট্রেশন ফরম, কোর্স কন্টেন্ট ও কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইট (www.berdu.ac.bd)-এ।

আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৩

কোর্স ফি ১২,০০০/- (বারো হাজার) টাকা। 

ক্লাস: সপ্তাহে ৩ (তিন) দিন- শনি, সোম ও বুধ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

কোর্স শুরু: ২৭ মে, ২০২৩।


সর্বশেষ সংবাদ